১২ জুলাই ২০২০


ক্ষতিগ্রস্ত নেতাদের পাশে দাঁড়ালেন ফরিদ আহমদ

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদের আদর্শে আদর্শিত নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা যুবদল নেতা ফরিদ আহমদ। উপজেলার পাঁচ গ্রামের ২০ জন নেতা-কর্মীদের মাঝে অর্থ প্রদান করেন তিনি। কোভিড-১৯ বা করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ নেতাদের মাঝে এসব অর্থ দেওয়া হয়। রোববার (১২ জুলাই) দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার ৫ গ্রাম ঘুরে অর্থ হস্তান্তর করেন তিনি।

ফরিদ আহমদ বলেন, ‘কোভিড-১৯ বা করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার লালুখালী, বাহাদুরপুর, মুরাদপুর, রঘুনাথপুর ও শিমুলবাক গ্রামের ২০জন জাতীয়তাবাদের নেতা-কর্মীকে সহযোগিতার চেষ্টা করেছি মাত্র। নদগ অর্থ প্রদানের উদ্দেশ্য হচ্ছে- তারা চাইলে এই অর্থ বন্যা পরবর্তী তাদের ঘর মেরামত, গৃহপালিত প্রাণির চিকিৎসা বা নিজেদের চিকিৎসা অথবা খাদ্যসামগ্যীও কিনে খেতে পারবেন। তারা ইচ্ছা মতো এই অর্থ ব্যবহার করতে পারবেন।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি মনির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মানিক, উপজেলা ছাত্রদল নেতা জোনাক আহমদ, নাহিদুল ইসলাম পারভেজ, সুজন মিয়া ও সুহেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন