২৫ জুলাই ২০২০


সাংবা‌দিক আবেদ মাহমুদ চৌধুরী স্মর‌ণে শোকসভা

শেয়ার করুন

সুনামগঞ্জ সদর প্র‌তি‌নি‌ধিঃ অকাল প্রয়াত সুনামগ‌ঞ্জের সি‌নিয়র সাংবা‌দিক, বেসকা‌রি টি‌ভি চ্যা‌নেল আর‌টি‌ভির স্টাফ রি‌পোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সুনামগঞ্জ রি‌পোর্টার্স ইউনি‌টির সদস্য আবেদ মাহমুদ চৌধুরী স্মরণে আজ এক শোকসভার আয়োজন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
 
গত ২২ জুলাই বুধবার তি‌নি হ্নদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে মারা যান। সাংবা‌দিক আবেদ মাহমুদ চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার হাছননগরস্থ এসপি বাংলা রোড নিবাসী ছি‌লেন।
 
আজ শ‌নিবার সুনামগঞ্জ পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্টিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
 
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, সাবেক ছাত্র নেতা আশরাফ আহমদ, আবেদ মাহমুদের বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাংবাদিক সেলিম আহমেদ, শামস শামীম প্রমুখ।
 
রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের পরিবারকে শোকবার্তা প্রদান করা হয়।
 
উ‌ল্লেখ্য যে, সাংবা‌দিক আবেদ মাহমুদ চৌধুরী সুনামগঞ্জ থে‌কে প্রকা‌শিত দৈ‌নিক আজ‌কের সুনামগঞ্জ প‌ত্রিকার সম্পাদক ও প্রকাশক ছি‌লেন।
 
এছাড়াও তি‌নি প্রায় দুই যুগ সাংবাদিকতা পেশার সা‌থে যুক্ত। তিনি সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদ, জাতীয় দৈনিক আজকের কাগজে সুনামের সঙ্গে কাজ করেছেন বহুদিন। মৃত্যুর আগের দিন পর্যন্ত পেশাগত দা‌য়িত্ব পালন ক‌রে গে‌ছেন সুনামগ‌ঞ্জের সি‌নিয়র এ সাংবা‌দিক।

শেয়ার করুন