নিজাম নুর জামালগঞ্জ থেকেঃ জামালগঞ্জের বিভিন্ন হাওরের বাধের কাজের পিআইসি তাদের চুড়ান্ত বিলের দাবীতে আজ জেলা প্রশাসক বরাবরে, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারক লিপি প্রদান করেছেন বেরীবাধঁ নির্মান প্রকল্প চেয়ারম্যানগন।
জামালগঞ্জের পাকনার হাওর,মিনি পাকনার হাওর,শনির হাওর, মহালিয়া হাওরের বেরীবাধঁ মেরামত ও নির্মাণ কাজের প্রকল্প বাস্তবায়নের চুড়ান্ত বিল প্রদানের জন্য এই স্মারক লিপি প্রদান করেন।
প্রকল্প চেয়ারম্যান গনের যৌথ স্বাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ করেন, আমরা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নের মনিটরিং কমিটির সভাপতির আদেশ ক্রমে বেরীবাধঁ এর কাজ শুরু করে প্রাক্কালন অনুযায়ী কাজ সমপন্ন করিয়া পর পর তিনটি বিল উত্তলন করিয়াছি। আমরা বর্তমানে সমবেত ভাবে আপনার বরাবর চুড়ান্ত বিলের আবেদন করিয়াছি।
স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয় যে দ্রুততম সময়ের তাদের চুড়ান্ত বিল প্রদানের জন্য বিনীত অনুরোধ করেন।