৪ সেপ্টেম্বর ২০২০


নিবন্ধনের অনুমতি পেল সিলেটের ৭ দৈনিকের অনলাইন ভার্সন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশের অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে সিলেটের ৭ টিসহ ৯২ টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালসমূহকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নিবন্ধন পাওয়া পোর্টালগুলোর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৭টি; ময়মনসিংহের দুটি; চট্টগ্রামের ১০টি; রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের চারটি করে এবং সিলেট থেকে প্রকাশিত সাতটি পত্রিকা রয়েছে।

সিলেটের ৭টির মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ, দৈনিক সবুজ সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক কাজিরবাজার, দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক শুভ প্রতিদিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রাপ্ত ৯২ টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার করুন