৫ অক্টোবর ২০২০


লাউয়াছড়ায় বাড়ছে পর্যটক, বাড়ছে স্বাস্থঝুকি

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকে পর্যটকের প্রবেশ ও ঘোরাঘুরি নিষেধ। লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফটক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলেও উদ্যানের প্রবেশ মুখে পর্যটকরা ঘুরাঘুরি করছেন। তবে, মাধবপুর চা বাগান লেকে সরকারি নির্দেশনা না মেনেই ভিতরে পর্যটকরা ঠিকই প্রবেশ করছেন। তাও আবার করোনা প্রতিরোধে যা যা প্রয়োজন তা না ব্যবহার করে ভিতরে দল বেধে প্রবেশ করছেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, উদ্যানের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ও নিরাপত্তাকর্মীদের সতর্কতায় সেখানে কোনও পর্যটক প্রবেশ করতে পারেননি। তবে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা, ব্যক্তিগত কার, মাইক্রোবাস ও পিকআপে করে আসা পর্যটকরা উদ্যানের বাহিরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাহাড়ি রাস্তা এলাকায় ঘোরাঘুরি করে ছবি তুলেন। পর্যটকরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে ছবি তুলছেন। এ সুযোগে কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও বসেছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের কার পার্কিং এলাকায়।

আগত পর্যটকরা সড়ক ধারের পাহাড়ি টিলার উপর উঠানামা করেন। এসব পর্যটকরা আবার পরবর্তীতে মাধবপুর লেক এলাকায় প্রবেশ করছেন। আবার টাকা দিলে দেখা যায় গাড়িগুলোকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে।

মাধবপুর চা বাগান লেক এলাকায় গেলে দেখা যায়, লেকে যাবার আগে ২টি স্থানে চা বাগানে ফটক রয়েছে। ফটকে পর্যটকদের ব্যবহৃত যানবাহন আটকে পায়ে হেঁটে পর্যটকদের ভিতরে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। মাধবপুর চা বাগান কারখানা থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে তিন দিকের উঁচু পাহাড়ি টিলা বেষ্টিত লেকে পর্যটকরা দল বেধে যাতায়াত করছেন। লেকের এলাকায় চা গাছ আচ্ছাদিত টিলায় পর্যটকরা উঠে ছবিও তুলছেন। উপর থেকে আবার নিচের লেকের সৌন্দর্য ক্যামরাবন্দিও করছেন।

আবার মাধবপুর লেকে গেলে দেখা যায়, স্থানীয় শিল্পীরা গান ও বাঁশি বাজিয়ে পর্যটকদের দৃষ্টি আর্কষণ করছেন। আবার পর্যটকরা নয়নাবিরাম পরিবেশে গান শুনে আনন্দ উপভোগ করছেন।

এদিকে মাধবপুর লেকে আসা পর্যটক কলেজ ছাত্র শেখ সামি বলেন, দীর্ঘ ৭ মাস ঘরে বন্দি থেকেছি, আর পারছি না। তাই পরিবারের সবার সাথে কিছুটা আনন্দ উপভোগ করার জন্য মাধবপুর লেকে এসেছি।

অন্যদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা কয়েকজন পর্যটকরা অভিযোগ করে বলেন, আমরা ঢাকা, চিটাগাং, চাঁদপুর থেকে এসেছি। দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্পটগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যান খুলে দিলো না কর্তৃপক্ষ। বড় আশা করে আমরা এসেছিলাম কিন্তু এখন আবার বাসার উদ্দেশ্যে রওয়ানা দিবো আমরা।

ইকো ট্যুর গাইড আহাদ মিয়া বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে গত ১৯ মার্চ থেকে জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর থেকে জাতীয় উদ্যানে কোনও পর্যটক প্রবেশ করতে পারছেন না।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধের কারণে সরকারি নির্দেশনায় গত ৭ মাস ধরে এ উদ্যানে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ৭ মাস বন্ধ থাকায় সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এখন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়াটা উচিত মনে করেন।

শেয়ার করুন