১০ অক্টোবর ২০২০


সিলেটের দক্ষিণ সুরমায় বাস উল্টে প্রাণ গেল এক কিশোরীর, নিহত ২

শেয়ার করুন

এমাদাদুর রহমান চৌধুরী জিয়াঃ
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। শুক্রবার সন্ধায় শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা খুলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরির বালাগঞ্জ উপজেলার, চান্দাই পাড়া গ্রামের লেবু মিয়ার কন্যা ও অপরজন বাসের হেল্পার আজগর আলী সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা জানিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস গত শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন