৪ নভেম্বর ২০২০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন কয়েকজন।
বুধবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষই মারমুখী অবস্থান নিয়ে রাস্তায় রয়েছে। ফলে পুরো পৌর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা। শহরের স্টেশন রোড, চৌমোহনা, দক্ষিণ বাজার, মাগুড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করতে থাকে। সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকরাও রাস্তায় নেমে এলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
ক্রমেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষ। সংঘাতকালে দুইপক্ষই নির্বিচারে অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করতে থাকে।
শেষখবর পাওয়া যায় মৌলখভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুণরায় সংঘাত থামানোর চেষ্টা করছেন। কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) নজিরাতুন নাঈমও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় রয়েছেন।