১০ নভেম্বর ২০২০


শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে মানববন্ধন

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে ‘আমরা অগ্রগামী’র পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় শহরের ভানুগাছ সড়কে পৌরসভার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক চমক দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।

বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, ট্রাক-ট্যাংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরু মিয়া, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ট্রাফিক (টিআই) মো. রফিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মো. আমজাদ হোসেন বাচ্চু, সংগঠনের আহ্বায়ক মো. মামুনুর রশিদ শামীমসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে, প্রয়োজন ছাড়াও যানবাহনের চালকরা হরণ বাজায়, যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন