৫ ডিসেম্বর ২০২০


সুনামগঞ্জে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে হাসপাতালে নার্স আহত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের একজন নার্স দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুই দুর্বৃত্ত হাসপাতালের ছয় তলার নারী মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে এসে পারভীন নামে এক আয়াকে খুঁজতে থাকে। সে সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান পারভীন সেখানে নেই। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং একপর্যায়ে গালিগালাজ করে গলায় ধারালো অস্ত্র ধরে। তিনি আত্মরক্ষার্থে চিৎকার দিলে তার বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পরপর কর্তব্যরত নার্সরা হাসপাতালের নিচে এসে জমায়েত হন।

এর পর তারা হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে গিয়ে বিষয়টি আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলামকে মৌখিকভাবে জানায়। ডা. রফিকুল শনিবার সকালে থানায় গিয়ে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নার্সদের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্চিত করেন।

আহত সিনিয়র স্টাফ নার্স শ্রাবণী কুচ জানান, অজ্ঞাত পরিচয় দুই যুবক তাকে অশোভন ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে গলায় ধারালো ছুরি ধরে। পরে তিনি আত্মরক্ষার্থে বাঁ হাত দিয়ে গলা থেকে ছুরি সরাতে গেলে দুর্বৃত্তরা আঘাত করে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে। নার্সদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড সুপার ভাইজার আমেনা আক্তার বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সদর মডেল থানার এসআই আব্দুল মালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন