৯ ডিসেম্বর ২০২০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : প্রকৃতি কন্যা সিলেটের জাফলং পর্যটন স্পটে ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার উজ্জ্বল মিয়ার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা আবিদুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রশিদ আলী, পূর্ব ইসলামপুর ইউপি সদস্য আলমগির আলম, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি সহ সভাপতি সাংবাদিক আনোয়ার সুমন।
এসময় ফটোগ্রাফি সোসাইটির পর্যটন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগির, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক জিহাদ আলী, কার্যকরী সদস্য তারেক আহমদ, আক্তার হোসেন রাফিসহ অর্ধশতাধিক ফটোগ্রাফার উপস্থিত ছিলেন।