১৮ ডিসেম্বর ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর নিজ বাড়িতে বঙ্গবীর মোহাম্মদ আতাউল গনি ওসমানী ক্লাবের ব্যবস্থাপনায় অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডেপুটি গভর্নর ইয়াকুতুল গনি ওসমানী টিটু।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ — এই চারটি জেলা নিয়ে গঠিত। সীমান্তঘেঁষা জেলা সিলেটে শীত দিনদিন বেড়েই চলছে। কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই কাটছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীত ও কুয়াশার তীব্রতায় সন্ধ্যার মধ্যে সবাইকে ঘরে বন্দি হতে হয়।
শীতে বৃদ্ধ-শিশুদের কষ্টটা স্বাভাবিকভাবেই বেশি হয়। এ অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- বঙ্গবীর মোহাম্মদ আতাউল গনি ওসমানী ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম, সহ সভাপতি তানভীর ওসমানী, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন রনি, সাংগঠনিক সম্পাদক ঝিনুক পাল, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম সরদার, ক্রীড়া সম্পাদক আলম আহমদ, সহ ক্রীড়া সম্পাদক রিপন আহমদ, রাজিব গুপ্তা সদস্য কার্যনির্বাহী কমিটি,সদস্য ডেন্টিস্ট স্বপন ভৌমিক, জুয়েল আহমদ, মিজান আহমদ, জুনাঈদ হোসাইন, সুহেল আহমদ, আব্দুল মুক্তাদির, ফাহিম আহমদ চৌধুরী, শাহ নেওয়াজ ইমন প্রমুখ।