২৭ ডিসেম্বর ২০২০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : হাওরের ঢেউয়ের তোড়ে ভাঙছে মাঠের দুপাশ, তার উপর মাঠের মধ্যস্থলে বৃত্তাকার বিশালাকার গর্ত আর বালুচর জমে খেলাধুলার পুরো অনুপযোগী হয়ে বেহাল অবস্থা বিরাজ করছে স্টেডিয়াম ঘিরে! খানাখন্দে নিষ্প্রভ স্টেডিয়ামটির ধুঁকতে থাকা এমন বেহাল অবস্থা নিরসনে যেন দেখার কেউ নেই! ফলে খেলাধুলায় মুখ ফিরিয়ে নিচ্ছে এ অঞ্চলের তরুণেরা, ঐতিহ্য হারাতে বসেছে উপজেলার ক্রীড়াঙ্গন।
বলা হচ্ছিল হাওর পরিবেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিরাজ করা বেহাল অবস্থার কথা।
উপজেলার খেলাধুলা তথা সুস্থ বিনোদন চর্চার অন্যতম ভরসাস্থল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের এমন বেহাল অবস্থা দেখে স্থানীয় সচেতন নাগরিকরা চাপা ক্ষোভ প্রকাশ করছে। উপজেলার উদীয়মান খেলোয়াড়রা খেলাধুলা বিমুখ ও স্থানীয় ক্লাবগুলো প্রতিভাবান খেলোয়াড় খুঁজে না পাবার পেছনে অনেকে আবার মাঠের এ প্রতিকূল অবস্থাকে দায়ী করছে।
মোবাইল গেম, ইন্টারনেট আসক্তি যেখানে হাওরাঞ্চল তাহিরপুরের তরুণ সমাজকে দিন দিন গ্রাস করে যাচ্ছিল সেখানে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণে এ অঞ্চলে নতুন করে ক্রীড়ামোদীসহ সর্বসাধারণের মধ্যে প্রাণোচ্ছল দেখা গিয়েছিল।
কিন্তু মাঠের দুপাশে প্রাচীর না থাকায় পার্শ্ববর্তী শনির হাওরের ঢেউয়ের ভাঙনে মাঠের দুপাশে এবড়ো থেবড়ো অবস্থার সৃষ্টি তার উপর মাঠের মধ্যস্থলে বৃত্তাকার গর্ত আর একপাশে বালুচর, সবমিলিয়ে স্টেডিয়াম মাঠটি খেলার সম্পূর্ণ অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর নির্মাণের বিভিন্ন উপকরণ তৈরী করে স্টেডিয়াম ঘিরে ছড়িয়ে ছিটিয়ে রাখার কারণে মাঠটি খেলার প্রতিকূল অবস্থায় পড়ে ছিল। পরে উপজেলা পরিষদের উদ্যোগে এ অচলাবস্থার নিরসন করা হয়। এখন আবার নতুন করে মাঠের মধ্যস্থলে গর্ত আর একপাশে বালুচর জমে স্টেডিয়ামটিতে ফের বেহাল অবস্থা বিরাজ করছে।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রস্তাবিত উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় হাওরাঞ্চল সুনামগঞ্জের তাহিরপুরেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। তাহিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে ৩ একর জায়গা নিয়ে তৈরি হয় এই স্টেডিয়াম। তাহিরপুর উপজেলাসহ একযোগে দেশের ৩৫টি জেলায় নির্মাণ হওয়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম গণভবন থেকে ভিডিও কনফারেন্স’এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘যত বেশি খেলাধুলা, সাংস্কৃতিকচর্চায় ছেলে মেয়েদের সম্পৃক্ত করতে পারবো, তত বেশি তাদের চরিত্র দৃঢ় হবে। তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক-জঙ্গির মতো বিপথে যাবে না। শিক্ষার সঙ্গে খেলাধুলা একান্তভাবে অপরিহার্য। সারা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলা করতে পারে, সেদিকে লক্ষ রেখে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। আমরা চাই, ছেলেমেয়েরা যেন আরও বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকে।’
কিন্তু প্রধানমন্ত্রীর এমন প্রত্যাশা তাহিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দেখা মিলছে না। কারণ দিনের পর দিন ওই মাঠে খেলাধুলার অনুপযোগী অবস্থা বিরাজ করায় খেলাধুলায় সম্পৃক্ত হতে পারছে না এ অঞ্চলের ছেলেমেয়েরা। উপরন্তু তারা আগ্রহ উদ্দীপনা হারাচ্ছে। পাশাপাশি উপজেলার ক্রীড়াঙ্গন হারাচ্ছে তার নিজস্বতা।
তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন জানিয়েছেন, উপজেলার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং খেলাধুলায় এ অঞ্চলের তরুণদের পুরোদ্যমে সম্পৃক্ত করতে মাঠের সংস্কার জরুরি বিশেষ করে হাওরের ঢেউয়ের কবলে মাঠের দু’পাশ ভাঙ্গনরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এ প্রতিবেদককে বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খানাখন্দ ভরাট করে খেলাধুলার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সংস্কারের উদ্যোগ চলমান। আর হাওরের ঢেউয়ের তোড়ে মাঠের দুপাশে ভাঙ্গন প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।