৮ জানুয়ারি ২০২১


আবেগাপ্লুত ডা. শিপলু

শেয়ার করুন

নিজ্স্ব প্রতিবেদক : সদ্য অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি প্রয়াত বদর উদ্দিন কামরানের তনয় ডা. আরমান আহমেদ শিপু।

শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি অনুমোদন করেন।

মরহুম বাবার কমিটিতে স্থান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. শিপলু। চোখে আনন্দের অশ্রু। বাবা বেঁচে থাকলে কতই না খুশি হতেন।

ডা. শিপলু বলেন, জাতির পিতার কন্যা আমাকে বাবার কমিটিতে ঠাই দিয়েছেন। আমি বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই। জীবনের শেষ রক্তবিন্দু নিয়ে হলেও বঙ্গব্ন্ধুর কন্যার আস্তা এবং বাবার স্বপ্ন পুরণে কাজ করে যাব। এই নগরীর মানুষ বাবাকে যে ফিল করে তা কিছুটা হলেও পুরণ করার চেষ্টা করব।

উল্লেখ্য, ডা. আরমান আহমদ শিপলু সিলেট জেলা আওয়ামীলীগের সর্বশেষ কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন