১৬ জানুয়ারি ২০২১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ভোট চলাকালে নির্বাচনী বিধি লঙ্ঘন করায় চার ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- নোয়াপাড়া গ্রামের সোবহান মিয়ার ছেলে আক্তার হোসেন, গোলডোবা গ্রামের দরাজ মিয়ার ছেলে লালন আহমেদ, নোয়াপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লালন আহমেদ ও শিবপাশা গ্রামের দিলিপ দেবের ছেলে রিংকু দেব।
শনিবার দুপুরে শিবপাশা কেন্দ্রের সামনে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মো. রেজা। এ সময় নির্বাচনী বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালানোর দায়ে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মো. রেজা জানান, তারা নির্বাচনী এলাকায় বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাই তাদেরকে আটক করে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।