২৯ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মো. অলিউর রহমান। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই অভিযোগ করে বর্জনের ঘোষণা দেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হুমকি ধামকি দিচ্ছে। কয়েকদিন আগে দলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। এ বিষয়ে রিটানিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেননি।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।