২৯ জানুয়ারি ২০২১


হবিগঞ্জে পৌঁছাল ৭২ হাজার ডোজ টিকা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৭২ হাজার ডোজ করোনাভাইরাস টিকা পৌঁছেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ ভ্যান থেকে নামিয়ে টিকাগুলো জেলার ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান শুরু করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জে সাত হাজার ২০০ জনকে টিকা প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান শুরু করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার সম্মুখযোদ্ধাদের আগে টিকা প্রদান করা হবে।

পর্যায়ক্রমে জেলার সবাইকে টিকা প্রদান করা হবে জানিয়েছেন সিভিল সার্জন। এর আগে টিকা গ্রহণকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন