২০ ফেব্রুয়ারি ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পিটাইটিকর গ্রামে নির্মিত ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজার সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী সাহিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়াত হোসেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান, এম হাসান লিমন, স্থানীয় মেম্বার জুবেদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কয়েছ আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় পাল, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শেফা আহমদ, লিলন বেগম, বালি বেগম, ইউপি সদস্য রজত কুমার দেব, কাবুল মিয়া, বাচ্চু মিয়া, নাসির আহমদ খান, ফারুক মিয়া, বাদশা মিয়া, দিলা মিয়া আব্দুস ছামাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারি মো. মিনহাজ উদ্দিন।