২০ ফেব্রুয়ারি ২০২১


কুলাউড়া থেকে বিদেশী মদসহ আটক ১

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থেকে ২৮১ বোতল বিদেশী মদ ও নগদ প্রায় আড়াইলাখ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মঞ্জুর আলী (৪১)। তিনি কুলাউড়ার ইটারঘাট গ্রামের ওয়াতির আরীর ছেলে।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে মদ ও মাদক বিক্রির টাকাগুলো জব্দ করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

এর মধ্যে হুইস্কি ১৭৭ ইম্পেরিয়াল বøু ৮, ৫ বোতল অফিসার চয়েসসহ মোট ২৮১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ২ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মঞ্জুর আলীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

শেয়ার করুন