১৪ মার্চ ২০২১


হবিগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : ১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা এবং খোয়াই রিভারকিপার “নদী আর জীবনের কথা” শিরোনামে দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করে।

রোববার সকাল বেলা শহরের আরডি হল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। এসময় শিশুদের দৃষ্টিতে বিভিন্ন নদীর চিত্রাঙ্কনে অংশগ্রহন করে অর্ধশতাধিক শিশু।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নদীর পানি প্রদর্শনী, নদীর ছবি আঁকা, বিতর্ক, সংবাদ প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী, নদী নিয়ে গান , কবিতা ও আলোচনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার নদী গুলো চরম সংকটাপন্ন অবস্থায় পতিত হয়েছে।

বিশেষ করে শিল্পাঞ্চল থেকে নির্গত বর্জ্যে জেলার সুতাং নদীর পানি কালো হয়ে গেছে। পুরাতন খোয়াই নদীর অবৈধ দখলদারকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকায় শহরে জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। এছাড়াও দখল-দূষণে জেলার অন্য নদীগুলো বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে।

শেয়ার করুন