২৯ মার্চ ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে হেফাজতের হরতাল চলাকালে পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী গোপনীয়তার কারণে মামলায় অন্তর্ভুক্তদের নাম পরিচয় প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, এর আগে রোববার সারাদেশের ন্যায় গোলাপগঞ্জেও হেফাজতের হরতাল পালন করা হয়। হরতালের শেষ পর্যায়ে বিকেলে উপজেলা ও পৌর যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ-যুবদল-ছাত্রদলের ১০ জন আহত হয়েছেন।