৩০ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না মারা গেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী জাহেদ। পেশায় আইনজীবী জাহেদ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য। করোনা আক্রান্ত হয়ে তিনি সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর।
শুক্রবার সকাল সাড়ে ১১টা দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান জাহেদ ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ, শহীদ জিয়ার আদর্শের খাটি সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিককে হারালাম।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহেদের পুরো পরিবার করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু সকলে করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেও মারা যান জাহেদ।
এদিকে, জাহেদের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন।