৩০ এপ্রিল ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : করোনা মহামারীর মধ্যে ইফতার নিয়ে সুবিধা বঞ্চিত, হতদরিদ্র ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য খালেদ হোসাইন ও স্থায়ী কমিটির সদস্য সৈয়দ শাহজাহান আলী, শাহবুব খাঁন, আব্দুল মুক্তাদির, নাদিম হুসাইন দিপু।
কার্যকরী কমিটির সভাপতি হাসান শরীফ, সহ সভাপতি জাহিদ আহমেদ বিপি, জুনাইদ হোসাইন, শেখ সুমনা বেগম, সাজনা বেগম, রাজন আহমেদ, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদ কামিল, ফাহিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আফিক আহমেদ, এম কে রাব্বি বিপি, সৈয়দ তারেক আহমেদ, সুহেল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক হিফজুর রহমান ফাহিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালমান তালুকদার, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিহাদ আহমেদ।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠু আহমেদ, তারেক আহমেদ, বদরুল আহমেদ, মিরাজ আহমেদ প্রমুখ।
মানবতার সেবায় সেচ্ছায় রক্তদান সহ সর্বত্রই কাজ করে যাচ্ছে ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি, এরই ধারাবাহিকতায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করে যাচ্ছি। আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সহ সভাপতি জুনাঈদ হোসাইন ও সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, এ ধরনের মহতি কাজে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান সবাইকে।