৩ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরের। আবারো বিপুল পরিমান হেরইন, অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসার অভিযোগে তাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জাকির গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে। তিনি নগরীর উপশহর এলাকার বসবাস করতেন। গত ইউপি নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার একটি ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করেন তিনি।
সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও হেরোইন উদ্ধার করে র্যাব।
র্যাব-৯ এর এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।