২৬ মে ২০২১
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে দুই পরিবারের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে গোলাপজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। নিহত গোলাপজান বিবি নিশ্চিন্তপুর গ্রামের মৃত রমিজ আলীর স্ত্রী।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলী ও আব্দুল কাদিরের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধ মীমাংসার জন্য বুধবার একটি সালিশ বসে। কিন্তু সালিশের মধ্যেই দুই পরিবার উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন প্রতিপক্ষের ফিকলের আঘাতে মোহাম্মদ আলীর মা গোলাপজান বিবি ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষে আরো কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।