২৮ মে ২০২১


ফের পরীমনিকে পেতে চান পরিচালক

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা দিচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তবে এটি কোনও চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ তা এখনও স্পষ্ট করেননি তিনি।

চয়নিকা গণমাধ্যমকে জানান, নতুন কাজের ব্যাপারটি চূড়ান্ত করেছেন তারা। পরীমনি ঢাকায় ফিরলেই সপ্তাহখানেকের মধ্যে যৌথভাবে কাজটির ঘোষণা দেয়া হবে।

এক ফেসবুক স্ট্যাটারে চয়নিকা চৌধুরী লিখেছেন- ‘‘বিশ্বসুন্দরী চলচ্চিত্রে আমরা এক হয়েছিলাম। আমাদের কেমিস্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু নিয়েই আমরা একসাথে হচ্ছি। অপেক্ষায় থাকুন।’

গেল বছর পরীমনি ও সিয়ামকে নিয়ে চয়নিকা নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেছিলেন। গেল বছরের ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়।

চলচ্চিত্রে মনোযোগী হলেও টিভি নাটক নির্মাণ থেকে কখনোই সরে আসবেন না বলে জানিয়েছেন চয়নিকা। এবার ঈদেরও তার পরিচালনায় ‘মন বলেছে যাব যাব’ ও ‘শুভকামনা’ শিরোনমের দুটি নাটক প্রচার হয়েছে।

শেয়ার করুন