২৮ মে ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১০০ জন।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৩৬৭ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৮৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৫২ জন। আর নতুন শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ৯ জন ও মৌলভীবাজারে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১০০ জন। যাদের ৬৪ জন সিলেট জেলার, ২৬ জন হবিগঞ্জের ও ১০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ১৩৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭১জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩২৫ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন রোগী। যিনি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৯৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩২০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ২৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২১৯ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৫ জন হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৬ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২৬ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।