৯ জুন ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বাস্থ্য বিভাগের গাড়িচাপায় আহত ইউনুছ মিয়া (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইউনুছ উপজেলার করাব গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের ‘মিটসুবিসি পাজেরো’ জিপটি লাখাই থেকে হবিগঞ্জ শহরে আসছিল। পথে গাড়িটির নিচে চাপা পড়ে ইউনুছ আহত হয়। দুর্ঘটনার পরপরই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই গাড়িতে করে হবিগঞ্জ ফিরছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নিখিল রঞ্জন শর্মাসহ কয়েকজন। আসার পথেই দুর্ঘটনাটি ঘটে।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, সিভিল সার্জনের কার্যালয়ের গাড়ির চাপায় শিশুটি মারা গেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে তদন্ত চলছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, শিশুটি হঠাৎ দৌড়ে গাড়ির সামনে এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে চিকিৎসা দেওয়া হয়।