২১ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক কারাবন্দীরা টেলিভিশন দেখার সুযোগ পাচ্ছেন। বন্দীদের একঘেয়েমি দূর করতে কারা অধিদপ্তর দেশের সব কারাগারকে টেলিভিশন কেনার অনুমতি দিয়েছে।
এ লক্ষ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারে টেলিভিশন কেনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রাথমিকভাবে টেলিভিশন কেনার কাজ শুরুর কথা জানিয়েছেন সিলেটের ডিআইজি প্রিজন কামাল হোসেন।
তিনি জানান, গেল সপ্তাহে টেলিভিশন কেনার সরকারি পরিপত্র এসেছে।
আগামী সপ্তাহের দিকে প্রাথমিক পর্যায়ে টেলিভিশন কেনা শুরু হবে। স্থানীয় ব্যবস্থাপনায় ক্যানটিন ফান্ড থেকে টেলিভিশন কেনা হবে। এছাড়া কোনো দানশীল ব্যক্তি কারাগারে টেলিভিশন দিতে চাইলে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, টেলিভিশন কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে গত বছরের ১৪ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারা মহাপরিদর্শক বরাবর আবেদন করেছিল।