৫ জুলাই ২০২১


সিলেটে করোনায় একদিনেই ৮ জনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক দিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন সিলেট জেলার বাসিন্দা। আর একজন সুনামগঞ্জ, ২ জন হবিগঞ্জ ও একজন মৌলভীবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার সকালে সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ে আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন এবং মৌলভীবাজারে ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন