১৩ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুন। দিনটিতে মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিবেন পবিত্র ইসলাম অনুসারীরা। ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যে। পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীর স্বাভাবিক পরিবেশ সুরক্ষায় সার্বিক প্রস্তুতিও নিয়ে রেখেছে সিলেট সিটি করপোরেশন।
এবার মহানগরীর মোট ৫১টি নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করা হবে। অবশ্য স্থান নির্বাচন এখনো চূড়ান্ত না হলেও গেলবারের স্থানগুলো এবারও বহাল থাকবে বলে জানিয়েছে সিসিক সূত্র। দু’একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এই ৫১ স্থানে জবাই কর্ম শেষে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুরের দিকে। দু’টোর পরপরই কাজে নেমে পড়বেন সিলেট সিটি করপোরেশনের দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। একেতো বর্ষাকাল, তার উপর কভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি! এসব বিষয় মাথায় রেখে কর্মীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। বর্জ্য অপসারণ কাজে প্রাথমিকভাবে ২৭ ওয়ার্ডের জন্য ২৭টি গাড়িও থাকবে। প্রয়োজনে গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রাধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, দু’শো কর্মী থাকবে। আর কোরবানি হবে ৫১ স্থানে। আপাতত ২৭টি গাড়ি কাজে লাগানোর সিদ্ধান্ত হলেও প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। এবার ৮টি হাট বসানোর প্রস্তাব আমরা দিয়েছি। তবে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় এবার হাটের অনুমোদন না পাওয়ার সম্ভাবনাই বেশী।