২৬ জুলাই ২০২১


সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে সিলেট-৩ আসনের ভোট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ৫ আগস্ট পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আসনটির ভোট স্থগিত চেয়ে রবিবার সিলেটের সাতজন ভোটার ও সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবীর করা এক রিটের শুনানি শেষে সোমবার আদালত এই আদেশ দেন।

এদিকে, হাইকোর্ট কতৃক স্থগিত হওয়া সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, আগামী ২৮ তারিখ সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু করোনা ও লকডাউনে নির্বাচন না করে তারিখ পেছানোর এক রিটের প্রক্ষিতে হাইকোর্ট এ নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। যেহেতু এটি হাইকোর্টের আদেশ সে কারণে নির্বাচনটি আপাতত হচ্ছে না।

তিনি আরও জানান, মূলত মুজিববর্ষে শোকের মাস আগস্টে আমরা কোনো ভোট করতে চাইনি। যার ফলে জুলাইয়ের ২৮ তারিখ ভোট করার জন্য তফসিল দেওয়া হয়। কিন্তু এখন এ উপ-নির্বাচন কবে হবে তা নিয়ে আজ বা কাল কমিশন জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। আমাদের হাতে দ্বৈব দুর্বিপাক জনিত সময়সহ ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এ সময় শেষ হবার আগেই ভোট করতে হবে। দু এক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। তবে শোকের মাস আগস্টকে আমরা এড়িয়ে যাবার চেষ্টা (এভয়েড) করবো। তাই সেপ্টেম্বরের ৩ অথবা ৪ তারিখের মধ্যে সিলেট-৩ আসনের ভোট করা হবে এমন সিদ্ধান্ত কমিশন বৈঠকে আসতে পারে।

প্রসঙ্গত, ২৮ জুলাই এ আসনে নির্বিচনের সকল প্রস্তুতি নিয়েছিলো নির্বাচন কমিশন। তবে আজ সোমবার এই নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন হাই কোর্ট।

এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন হাবিবুর রহমান হাবিব। জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন আতিকুর রহমান আতিক। বাংলাদেশের কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন জুনায়েদ মুহাম্মদ মিয়া। এছাড়াও বিএনপি থেকে এই নির্বাচনে অংশ না নেয়ার কথা বলা হলেও মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (বর্তমানে বহিস্কৃত) এবং দুইবারের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।

শেয়ার করুন