২ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ১১তম দিনে সিলেটে জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রূপে ফিরে আসছে। সিলেট নগরী জুড়ে যেমন বাড়ছে মানুষজনের চলাচল তেমনি বাড়ছে যানবাহনের সংখ্যাও। দোকানপাট-মার্কেট বন্ধ থাকলেও চলছে প্রাইভেট গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন নগরজুড়ে।
সোমবার নগরীর চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর, কীনব্রিজের মুখ, নাগরী চত্বর, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, কদমতলী এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রত্যেকটি এলাকায় লকডাউনের উল্টোচিত্র। প্রাইভেটকার, মাইক্রো, রিকশা, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ গণপরিবহনের বাস-ছাড়া অন্যসব যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। এছাড়া হাটবাজারে মানুষ আগের চেয়েও বেশি। অথচ কয়েক দিন আগেও লকডাউনের কারণে পুরোপুরি অচেনা রূপে ছিল সিলেট মহানগর।
এদিকে নগরে পুলিশের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বন্দরবাজার পয়েন্টে কয়েকজন ট্রাফিক সদস্যকে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। তবে সিলেটের প্রবেশমুখগুলোতে পুলিশের চেকপোষ্ট থাকলেও তা অনেকটা শীতিলভাবে চলছে।
নগরীর হুমায়ুন রশিদ চত্বরে কথা হয় রিকশা চালক আল আমিনের সাথে- তার ভাষায় বলে ‘লকডাউন তো নাই, সবাই বারইছে তাই আমিও বারইগেলাম।’
নাগরী চত্বরের সামনে সিএনজি চালিত অটোরিকশা চালক আবুল বলেন, ‘লকডাউন দিছে খানি দেবো কে?’
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। সিলেটের প্রবেশ ও বাইরের মুখে ট্রাফিক বিভাগের চেকপোস্ট রয়েছে।