১৯ আগস্ট ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : দীর্ঘদিন পর মৌলভীবাজারে বিভিন্ন পর্যটন স্পট খুলে দেওয়া হলেও বন্ধ রয়েছে জাতীয় উদ্যান লাউয়াছড়া। অনেকেই উদ্যানে ঘুরতে এলেও ফিরে যেতে হয় তাদের। এছাড়া মৌলভীবাজারের অন্যান্য স্পটেও পর্যটকদের উপস্থিতি ছিল অনেকটাই কম।
বৃহস্পতিবার থেকে দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়। এর পরই চায়ের রাজ্য শ্রীমঙ্গলের বিভিন্ন রিসোর্ট, ফাইভস্টার হোটেল, বাইক্কাবিল, হাকালুকি হাওরসহ বেশিরভাগ পর্যটন স্পটই খুলে দেয়া হয়। যদিও ভ্রমণকারীদের উপস্থিতি ছিল খুব কম।
সকাল বেলা ১১টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে দেখা যায়, ঢাকা থেকে মাইক্রোবাসে পুরো পরিবার নিয়ে ঘুরতে এসেছেন আকবর আলী। কিন্তু গেট বন্ধ দেখে কথা বলেন সেখানকার কর্মীদের সঙ্গে। তাদের জানানো হয়, উদ্যান খুলে দেয়ার কোনো নির্দেশনা নেই। পরে মন খারাপ করে ফিরে যান তারা।
কিছুক্ষণ পরই ঢাকা থেকে আরেকটি দল আসে মাইক্রোবাসে। একই কারণে তাদেরও ফিরে যেতে হয়। ভ্রমণকারী আল-আমীন জাগো নিউজকে বলেন, ‘বড় আশা নিয়ে লাউয়াছড়া দেখতে এসেছিলাম। কিন্তু বিরাগ মনে ফিরে যেতে হচ্ছে।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীব সংরক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পর্যটন স্পট আর জাতীয় উদ্যান আলাদা বিষয়। উদ্যান খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের নির্দেশনা দেয়নি। তাই এ উদ্যান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় লাউয়াছড়ায় পশু-পাখির সংখ্যা অনেক বেড়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ডেও ভ্রমণকারীদের বেশ উপস্থিতি দেখা যায়। জলপ্রপাতে প্রবেশের মূল গেটটি ছিল বন্ধ।
জলপ্রপাতের পার্শ্ববর্তী খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ান বর এল বি মিশন কুণ্ডু বলেন, কর্তৃপক্ষ গেট বন্ধ রাখলেও সকাল থেকে অনেক ভ্রমণকারী বিভিন্নভাবে মাধবকুণ্ডে প্রবেশ করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ পর্যটন স্পট প্রাণ ফিরে পেলেও কেউই স্বাভাবিকভাকে প্রবেশ করতে পারেননি।
মাধবকুণ্ড জলপ্রপাতের গেট কেন বন্ধ সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
ফাইভস্টার হোটেল গ্র্যান্ড সুলতানের সহকারী ব্যবস্থাপক আরমান খান জানান, হয়তো প্রথম দিন হিসেবে পর্যটকদের উপস্থিতি কম। ভ্রমণকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
অন্যদিকে হাকালুকি হাওর পাড়ের বাসিন্দা সাইফুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে দু-একদিনের মধ্যেই হাওরে ভ্রমণপিপাসুদের ঢল নামবে।