২ সেপ্টেম্বর ২০২১


এ্যডভোকেট লুৎফুর রহমান আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুইদিন আগে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেয়ার করুন