১১ সেপ্টেম্বর ২০২১


ওসমানীর মর্গে অজ্ঞাত বৃদ্ধের লাশের স্বজনদের সন্ধান চায় পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পড়ে আছে ৮০বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ। অজ্ঞাত এই বৃদ্ধের স্বজনদের সন্ধান কামনা করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তিকে হযরত শাহজালাল (রহঃ) মাজারের দক্ষিণ পার্শ্বে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে এই ব্যক্তির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

যদি কেউ মৃত এই বৃদ্ধের স্বজনদের সন্ধান পান তাহলে সিলেট কোতোয়ালী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন