১২ অক্টোবর ২০২১
ডেস্ক রিপোর্ট : দেশের অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার অনিবন্ধিত সিলেটের ৭টিসহ ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।
সিলেটের পোর্টালগুলো হলো- বাংলাখবরডটকম, সিলেট২৪.নিউজ, প্রজন্মেরডাক২৪.কম, ডেইলিবিডিনিউজ.নেট, সিলেটপ্রেস.কম, দৈনিকরাজনীতি.কম, ডেইলিসিলেট২৪কম।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।