১৬ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ১১৭১ জন। এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৮ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
শনিবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪ জনই হবিগঞ্জ জেলার। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৩৪ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭২৬ জন। সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৩৭ জন ও হবিগঞ্জের ৬৬৪৭ জন রয়েছেন শনাক্তের তালিকায়। এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৯ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৬১০ জন।