১৩ নভেম্বর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হুমায়ুন আহমেদ জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে ও চান্দপুর মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী।
শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে হুমায়ুন জয়নগর বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের মধ্যে হাত দিয়ে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।