২৮ নভেম্বর ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দুই উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে শুধু সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম ইভিএম-এ ভোট দিলেন সুনামগঞ্জের জানীগাঁও গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী আব্দুল হক। প্রথমবার ইভিএম-এ ভোট দিয়ে বেশ খুশি তিনি।
রোববার সকালে তিনি জানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতিকে নিয়ে আসেন ভোট দিতে। ভোট দেওয়া শেষে তিনি বলেন, এর আগে ব্যালট পেপারের মাধ্যমে সিল দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কিন্তু এবার শুনলাম ইভিএম মেশিনের মাধ্যমে নাকি বোতাম টিপে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যায়। খুব ইচ্ছা ছিল আমিও মৃত্যুর আগে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দেবো। সে ইচ্ছা পূরণ হলো।
জানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আমার কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।