২৮ নভেম্বর ২০২১


জাল ভোট দিয়ে কারাগারে নারী

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পাঁচ নম্বর পইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আটক সুলতানা আক্তার (৫০) নামে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতানা ওই ইউনিয়নের বাসিন্দা।

রোববার দুপুরের দিকে ওই ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে অন্য এক নারী ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন সুলতানা। এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এবং পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে হবিগঞ্জের সহকারী জজ ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে আটক সুলতানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পইল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত সুলতানা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাকে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন