১৩ ডিসেম্বর ২০২১


‘কালভার্ট’ আছে, ‘সড়ক’ নেই

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নে প্রায় দু’যুগ ধরে একটি কালভার্ট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অপরিকল্পিতভাবে নির্মাণ হওয়ায় স্থানীয়দের কোন কাজে আসছে না এই কালভার্টটি।

খুঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য এ কালভার্টটি অনুমানিক ১৯৯৮ সালে শরিফগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালিকৃষ্ণপুর গ্রামে শরিফগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ মুছাব্বির এ কালভার্টটি নির্মাণ করেন বলে এলাকার বিভিন্ন সূত্র জানায়। তবে কালিকৃষ্ণপুর এস.ই.এস.ডি . পি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে লম্বাবিল , হাতকুড়ি বিলের সংযোগ স্থলে নির্মিত এ কালভার্টটির নির্মানকারী প্রতিষ্ঠানের কোন তথ্য এলজিইডি ও পিআইও অফিসে খোঁজ নিয়ে পাওয়া যায়নি।

জানা যায়, শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর, ইসলামপুর, রাংজিয়ল গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তায় নির্মিত এই কালভার্টটি রাস্তা থেকে উঁচু থাকায় তিনটি এলাকার প্রায় শতাধিক পরিবারের লোকজন নৌকা দিয়েই পারি পাড়ি দিয়ে চলাচল করছেন। কালভার্টটি পরিত্যাক্ত থাকায় সবচেয়ে বেশি সমস্যা মধ্যে রয়েছে এসব এলাকার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত রয়েছেন অভিভাবকরা।

স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল আহমদ জানান, কালভার্টটি প্রায় ২০ বছর আগে এলাকাবাসীর সুবিধার্থে নির্মাণ করা হলেও রাস্তার অভাবে কালভার্টটি কোন কাজে আসছেনা। রাস্তা ভরাট করে নির্মাণ কাজ শুরু করলে কালভার্টটি কাজে লাগতো। এ জন্য তিনি হাকালুকিবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, কালভার্টটি নির্মানকারী প্রতিষ্ঠানের কোন তথ্য আমাদের কাছে নেই। তবে এ কালভার্টটি কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন