২৪ ডিসেম্বর ২০২১
বিনোদন প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতেমা তুয যাহরা ঐশী। সম্প্রতি তার গাওয়া একটি গান নিয়ে বেশ হইচই পড়ে গেছে। কারণ তাতে নেচেছেন একসময়ের নাম্বার ওয়ান কানাডিয়ান পর্ন তারকা এবং বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। গানটির শিরোনাম ‘দুষ্টু পোলাপান’।
এটির কথা লিখেছেন কৌশিক তাপস। সুরও তিনি করেছেন। এই গানের প্রথম ঝলকেই নেচে মাত করেছেন লাল পোশাকের লাস্যময়ী ‘আইটেম কুইন’ সানি লিওন। তার নাচের জাদু ও ঐশীর কণ্ঠমাধুর্যে প্রোমো প্রকাশের এরই মধ্যে ভিডিওর দর্শক সংখ্যা ১৫ লাখ পার!
এমন সাফল্যে আপ্লুত গায়িকা ঐশী। তিনি বলেছেন, ‘এই মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। বিশেষত যখন আমার গানে পারফর্ম করেছেন সানি লিওন! পুরো গানটি প্রকাশ পেলে অন্য রকম আলোড়ন তৈরি হবে।’
ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিখ্যাত নৃত্য পরিচালক ও নির্মাতা আদিল শেখ। প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। খুব শিগগির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে বলে নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছেন।