২৯ ডিসেম্বর ২০২১


মুক্তিযোদ্ধা সংসদকেও নিষিদ্ধ করলো বাফুফে

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা পর এবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকেও ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। ফলে ফেডারেশন কাপের আগামী আসরে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলে ইনজুরিতে পড়ার শঙ্কায় খেলতে আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠি দিয়ে খেলা থেকে বিরত থাকে তারা। যে কারণে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দেয়।

শুধু নিষেধাজ্ঞাই নয় ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধাকে বাফুফের ফান্ডে ৫ লাখ টাকা জরিমানার অংক এক মাসের মধ্যে জমা দিতে হবে। তবে জরিমানা আরো বাড়তে পারে। কারণ, মুক্তিযোদ্ধা, বসুন্ধরা কিংবা উত্তর বারিধারা ক্লাবের না খেলার কারণে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। তখন সে অনুযায়ী জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে।

এর ব্যতিক্রম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে।

শেয়ার করুন