৪ জানুয়ারি ২০২২
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আট নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ইউপি’র বর্তমান চেয়ারম্যান মো. বুলবুল খান ও তার স্ত্রী মোছা. আছমা আক্তার লাকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন।
এই ইউনিয়নে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় নামার বিষয়টি আলোচনায় এসেছে। বুলবুল খান বর্তমান চেয়ারম্যান ও এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলে, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহীনি।