৫ জানুয়ারি ২০২২
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার সুনামগঞ্জের শাল্লায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজলোর ৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে হেরে গেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
বুধবার রাতে ভোটের ফলে দেখা গেছে- উপজেলার আটগাও ইউনিয়নে জয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বাহারা ইউনিয়নে জয়ী হয়েছেন ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়নে আনারস প্রতীকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস। একমাত্র শাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন আব্দুস সাত্তার।