১১ জানুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর টিলাগড় থেকে নিখোঁজ হওয়া যুবক সাহাদ আকরাম খান রাহিকে (২৬) পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার ৪ দিন পর শহরতলির বটেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
রাহির বড়ভাই শিহাব খান জানান, আমার এক পরিচিত ছোটভাই বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যাণ্ড কলেজের ছাত্র। সকালে সে কলেজে যাওয়ার পথে বটেশ্বর শাহপরাণ গেইট এলাকায় রাস্তার পাশে আমার ভাই সাহাদ আকরাম খান রাহিকে দেখতে পেয়ে ফোনে আমাদের জানায়। তাৎক্ষণিক আমরা অবগত করে সেখানে যাই এবং রাহিকে উদ্ধার করে নিয়ে আসি। সে মানসিকভাবে বিপর্যস্ত, তার শরীর কাঁপছিলো। দেখে মনে হচ্ছে এই কয়েকদিন ঠিকমতো ঘুমায় নি, খায় নি। এখনো কারো সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। আমরা বাসায় এনে তাকে গোসল করিয়েছি। এখন সে খাচ্ছে। তাকে ডাক্তারের কাছে নেওয়া হবে।
শাহপরাণ থানার ওসি আনিসুর রহমান খান বলেন, আমরা খবর পেয়েছি, তার পরিবারও পেয়েছে। ছেলেটির মানসিক সমস্যা ছিলো, বিষয়টি তার পরিবারের লোকজন আমাদের কাছে গোপন করেছেন। সে ঠিকমতো কথা বলতে পারছে না, বিড়বিড় করছে। আমি তার বাসায় গিয়েছি এবং পরিবারকে পরামর্শ দিয়েছি, রাহিকে দ্রুত সময়ের মধ্যে ভালো মানসিক ডাক্তার দেখানোর জন্য।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১১টায় টিলাগড় পয়েন্টে আসার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন ভাটাটিকর-২ আমান উল্লাহ খান রোডের নম্বর রোডের ৪ নম্বর বাসার মৃত গোলজার খানের ছেলে সাহাদ আকরাম খান রাহি। শনিবার তার ছোটভাই রাহাত খান শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩৮৭) করেন।