২৩ জানুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর বাজারে শীতের সবজি উঠায় কিছুটা স্বস্তি মিললেও বেড়েই চলেছে অন্যান্য নিত্যপণ্যের দাম। প্রতিদিনই বাড়ছে কোন না কোনো পণ্যের দাম। বাজারে কয়েক মাস ধরেই চাল, ডাল, চিনি, ডাল থেকে শুরু করে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেড়েছে। তবে সেই হিসেবে সরবরাহ বাড়েনি। পরিবহন ব্যয়ও এখন আকাশছোঁয়া। তাই দাম নিয়ন্ত্রণে রাখাটা দুষ্কর।
এদিকে আসন্ন রমজান মাসকে ঘিরে একাধিক সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। কারসাজি করে তারা রোজা শুরুর দুই মাস আগেই পরিকল্পিতভাবে পণ্যের দাম বাড়াচ্ছে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চালের দাম চড়া। গত দুই সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে গড়ে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চালের দর ৬৮ থেকে ৭৫ টাকা। মিনিকেট চালের কেজি ৬২ থেকে ৬৫ টাকা। এ ছাড়া স্বর্ণা ও বিআর-২৮ জাতীয় চালের (মোটা চাল) কেজি ৪৮ থেকে ৫২ টাকা।
মসুর ডালের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে আরও পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। আমদানি করা মসুর ডালের কেজি ৯৫ থেকে ১০০ টাকা। আর দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায়। এক মাসের ব্যবধানে ১০ টাকা বেড়ে দুই কেজির প্যাকেট আটার দাম ৯০ টাকায় ঠেকেছে। দুই কেজি ময়দার প্যাকেটের দাম ১০০ থেকে ১০৪ টাকা।
বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। প্রতি লিটার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। গত সপ্তাহে লিটার বিক্রি হয়েছিল ১৬০ টাকায়। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। বাজারে পুরান ও নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। দাম কমে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। ৫ কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা। দাম কমেছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। গত সপ্তাহে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা।
তবে বাজারে কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা। ১০ টাকা দাম কমে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।
এদিকে, ভরা শীত মওসুমে সবজির দাম রয়েছে কিছুটা নাগালের মধ্যে। বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন (গোল) ৩০ টাকা, বেগুন (লম্বা) ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, করলা ৬০ টাকা, গাজর প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, চাল কুমড়া পিস ৩০ থেকে ৪০ টাকা, প্রতি পিস লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা ও পেঁপের কেজি ৩০ টাকা।