২৭ জানুয়ারি ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : আগের ধাপগুলোতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা আস্থা ফিরেছে। কোম্পানীগঞ্জের ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ভোটারদের আলাপ-আলোচনায় এমন আভাস পাওয়া যাচ্ছে। এই ইউপিতে ষষ্ঠ ধাপে ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি। পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাজার-ঘাটে নির্বাচনী প্রচার জমে উঠেছে। হাট বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ও গ্রামগঞ্জে বিভিন্ন প্রার্থীর পোষ্টারে ছেয়ে গেছে।
ইসলামপুর পশ্চিম ইউপির টুকের বাজারে একটি চায়ের দোকানে ১০ থেকে ১২ জন বসে চা পান করছিলেন। এদের একজন বলছিলেন, ‘এবার ভোট সুষ্ঠুই অইবো।’ আরেকজন বলছিলেন, ‘মেশিনে ভোট লইবো। এখন ফল ঠিক থাকলে অয়।’ অন্যজন এই কথার জবাবে কিছুটা সংশয় নিয়ে বললেন, ‘ভোট দেওয়ার কথা তো ভুইল্লাই গেছিলাম। দেখি এইবার দিতে পারি নি’।
লিটন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সিলেটে আগের ধাপগুলোতে ভোট অনেকটা সুষ্ঠু হয়েছে। এতে মানুষের মধ্যে ভোটের ব্যাপারে আগ্রহ বেড়েছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তবে মানুষ কেন্দ্রে ভোট দিতে যাবে—আমরা সেটাই চাই।’
ইসলামপুর পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দ দেওয়ার পর সাতজন মাঠে সরব আছেন। উঠান বৈঠক,গণসংযোগ, দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনাও করছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আলকাছ আলী, দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, মজনু মিয়া,ফরহাদ হোসেন,স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ জিয়াদ আলী, এখলাছুর রহমান ও ইসলামী আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতজনই মাঠে রয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন।
ভোট কেমন হবে—এমন প্রশ্নের জবাবে স্থানীয় মুরব্বি নূরুল আমিন বললেন, ‘এবার তো সব ইউনিয়নের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এখানেও তেমন প্রত্যাশা আমাদের। নির্বাচন সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এটা অবস্থা দেখেই বোঝা যায়। এমন পরিবেশ সৃষ্টি হলে ইসলামপুর পশ্চিম ইউপিতে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে,তবেই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব। এখন পর্যন্ত ভোটের প্রচারণায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জিয়াদ আলী সাহেবের কর্মী সমর্থক নজরুল ইসলাম জানান, পাশ্ববর্তী ওয়ার্ড ২ ও ৩ এর আওতাধীন গ্রামগুলোতে প্রচারণায় গেলে স্থানীয় আ.লীগের বিদ্রোহী প্রার্থী মজনু মিয়ার সমর্থক দ্বারা বিভিন্নভাবে বিড়ম্বনা শিকার হন ও নির্বিঘ্নে ভোটারদের কাছে যেতে বাধাগ্রস্ত হয়েছেন।সাধরণ ভোটারদের একটাই প্রত্যাশা ভোটের দিন যেন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।
উপজেলা নির্বাচন অফিসার ও ইসলামপুর পশ্চিম ইউপি রিটার্নিং কর্মকর্তা জিবুন্নাহার বেগম বলেন, কোম্পানীগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট এই প্রথম। ভিডিও ও ফেসবুকের মাধ্যমে প্রচারের চেষ্টা করছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে। ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।