৫ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে ইভিএম মেশিনে চলছে ভোটগ্রহন। শনিবার সকাল ৮টা থেকে থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জবরুল ইসলাম জগলু, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ ঘোড়া এবং মামুন খান মোটর সাইকেল,সজ্জাদ মিয়া চশমা, শেখ আরিফ উদ্দিন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দেন-আলহাজ্ব মকন মিয়া চেয়ারম্যানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী শেখ মনসুর আহমদ।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি মোল্লারগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন আলহাজ্ব শেখ মকন মিয়া। সম্প্রতি তিনি জনপ্রতিনিধির পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।