২৮ ফেব্রুয়ারি ২০২২
জকিগঞ্জ প্রতিনিধি : আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।আদালতের পরোয়ানা তামিলের দায়িত্ব পুলিশেরই।অথচ পুলিশের সেই গরজ নেই। গ্রেফতারি পরোয়ানার আসামিকে দেখা গেছে পুলিশ স্টেশনে (থানা)। শুধু তাই নয়, খোদ থানার ওসি তাকে নিজের পাশে বসিয়ে মিষ্টিমুখ করিয়েছেন! এ ঘটনাটি জকিগঞ্জ থানার।ওসির রুমে ওয়ারেন্টভুক্ত আসামির সঙ্গে ওসির মিষ্টিমূখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে।
জানাগেছে, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর এলাকার আব্দুল করিম মেখাইর ছেলে এটিএম ফয়সলের বিরুদ্ধে একটি জিআর মামলায় ২৩/২/২২ খ্রি. তারিখে ওয়ারেন্ট ইস্যু করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচারক। ওয়ারেন্ট ইস্যুর পর (প্রসেস নং ১২৬ তারিখ ২৪/২/২২ খ্রি.) সিলেটের পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হয়েছে।
ওয়ারেন্ট ইস্যুর সংবাদে এটিএম ফয়ছল এলাকাবাসীকে জানান, পুলিশ তাকে কোনো দিন ধরবে না। থানা পুলিশের সাথে তার ভালো সখ্যতা রয়েছে। এরই মধ্যে পুলিশের সঙ্গে নিজের সখ্যতার বিষয় মামলার বাদী ও প্রতিবেশীদের জানান দিতে থানার ওসি মো: মুশাররফ হোসেনের সঙ্গে মিষ্টিমুখর পরিবেশের ছবি ফেসবুকে পোষ্ট করে তার কথার প্রমাণ দিয়েছেন।